সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে স্থানীয় ইউপি সদস্যর বসতঘরসহ ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাওলাদার ওরফে হান্নান মেম্বার জানান, বুধবার দিবাগত রাতে তার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে ইউপি সদস্যর বসত ঘরসহ পার্শ্ববর্তী তার ভাই সুমন হাওলাদার, প্রতিবেশী শাহে আলম হাওলাদার, মনির মোল্লা, আয়ুব আলী হাওলাদার ও কাওসার হাওলাদারের ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে সবমিলিয়ে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি (ইউপি সদস্য) উল্লেখ করেন।
বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত দশটা পর্যন্ত চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রেন আনা হয়েছে।
#আপন_ইসলাম