মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। জেলার মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এ ছাড়া জেলার আশেকপুর বাইপাস সংলগ্ন ইন্দুটিয়ায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং ঘাটাইল উপজেলার হামিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
আজ (১৯ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার টিয়াড়ি গ্রামের এমদাদুল হকের ছেলে শামিম (৩০), তার ভাই সৌরভ মিয়া (২৫), মাইক্রোবাস চালক হাসান (৩০) ও ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের আফজাল হোসেন(৩৮)।এছাড়া অন্য দুজনের এখনো পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।