মঙ্গলবার (১৮ মে) সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মূলিবাড়ী চেকপোস্ট এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেলের নারী যাত্রী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল যাত্রী রাজশাহীর চারঘাট থানার চীরকুন্ডীর গ্রামের আশিকুর রহমানের স্ত্রী মনিকা আক্তার মৌ (২০)।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এস আই মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে স্বামীর সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা, মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগলে আশিকের স্ত্রী মৌ রাস্তার উপর পরে যায়।
এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল দুটি আটক করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করতে না পারায় আটক করা সম্ভব হয়নি।
#আপন_ইসলাম