মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এরই মাঝে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে করোনা ঝুঁকি বেড়ে যাওয়ার আশংকায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে পাবনার ভাঙ্গুড়ায় করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্কব্যবহার, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায়সহ কঠোর বিধি নিষেধ আরোপ করেছেন ভাঙ্গুড়া পৌর কর্তপক্ষ।
করোনা সংক্রমণ থেকে ভাঙ্গুড়াকে নিরাপদ রাখতে মাঠে নেমেছেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। সোমবার(১৭মে)সকাল থেকে তিনি সারাদিন নিজেই পৌরশহরের বিভিন্ন পয়েন্টে হ্যান্ডমাইক নিয়ে প্রচারণায় নেমেছিলেন। এসময় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি পৌরবাসিকে আহ্বান জানান।
জানা যায়, ১৮মে মঙ্গলবার থেকে মাস্কছাড়া পৌরশহরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শহরের সব কয়টি প্রবেশ পথে বসানো হয়েছে বেড়িগেট। লোকজনকে সাবান পানি দিয়ে হাত ধুয়ে শহরে প্রবেশ করতে হচ্ছে । দোকানি ও ক্রেতাদের মাস্কব্যবহার ও সামাজিক দূরত্ববজায় রেখে কেনাকাটা করতে তাগিদ দেওয়া হচ্ছে।
ব্যবসায়ীদের উদ্যেশে মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, মাস্কছাড়া কেউ ক্রয়-বিক্রয় করবেন না। যদি করেন তাহলে অভিযুক্ত দোকানির দোকান একদিনের জন্যে বন্ধ করে রাখা হবে। এরপরও যদি মাস্কছাড়া কোন পণ্য বিক্রি করা হয় তবে সেই ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল করবে পৌর কর্তপক্ষ বলে জানান তিনি।
#আপন_ইসলাম