নগরীর নবগ্রাম রোডে ব্যাটারিচালিত অটোরিকশার চাঁপায় মুবিন কাজী নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। ১৩ মে দুপুরের এ দূর্ঘটনায় অটোরিকশা চালক মনির হোসেনসহ তিন যাত্রী আহত হয়েছেন। মুবিন কাজী নবগ্রাম রোড এলাকার বাসিন্দা জুয়েল কাজীর পুত্র। অপরদিকে ১২ মে ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ব্রিজের ঢালে যাত্রিবাহী বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আলামিন খলিফা (৩২) ও রাকিবুল হাসান রাহাত (৩৪) নামের দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আলামিন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিলসোনাওঠা গ্রামের সাহেব আলী খলিফার পুত্র এবং রাহাত বরিশালের বিমানবন্দর থানার গজালিয়া এলাকার মৃত আব্দুল মজিদ হাওলাদারের পুত্র। নিহত দুইজন চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা মাহেন্দ্রাযোগে বরিশালের দিকে যাচ্ছিলেন।
#আপন_ইসলাম