ঢাকা থেকে ঈদ উপলক্ষে দাদার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রী দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেন।
হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে। স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ মিলন খলিফা জানান, ওই মহল্লার বাসিন্দা ইদ্রিস সরদারের পুত্র ক্ষুদ্র ব্যবসায়ী মিলন সরদার দীর্ঘদিন থেকে স্ব-পরিবারে ঢাকায় বসবাস করে আসছেন। ঈদ-উল ফিতর উপলক্ষে মিলনের দুই কন্যা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার বিকেলে মিলন সরদারের সপ্তম শ্রেনীতে পড়ুয়া কন্যা আফসানা আক্তার (১৪) ও প্রথম শ্রেনীতে পড়ুয়া কন্যা জান্নাত (৮) সবার অজান্তে প্রতিবেশী ফুফুর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর দিবাগত রাত নয়টার দিকে পরিবারের সদস্যরা পুকুর থেকে দুইবোনের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
#আপন_ইসলাম