এবার ঈদুল ফিতর উপলক্ষে গত ০৮.০৫.২০২১ শনিবার ঈগল মিউজিক এর ব্যানারে শিল্পী ভাবুক আজিজ এর পাখি নাই রে শিরোনামে মৌলিক গানের মিউজিক ভিডিও এসেছে বাজারে।
গানটির কথা ও সুর করেছেন মাটির মামিনের, সুরকার মাটির মামিন বলেন পাখি নিয়ে অনেকেই অনেক গান লিখেছেন। কিন্তু এই গানটি একটু ভিন্ন ধরনের হবে কারণ গানটি ওয়েস্টার্ন ফোক। তাছাড়া শিল্পীর কন্ঠে সাথে গানটি আরো সুন্দর রুপ পাবে। আশা করি সবার কাছে ভালো লাগবে।
গানটির শিল্পী আজিজ বলেন, আমার গানের শুরুতে সবাই বলতো তুমি ভালো কিছু করতে পারবে। আমি আমার মত করে চেষ্টা করেছি, বাকিটুকু সৃষ্টিকর্তার ইচ্ছা। আসলে আমি বাল্যকাল থেকে গান গেয়েছি লোকজন বলছে যে ভালোই হচ্ছে, আমি যখন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কন্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হই এবং উৎসাহ পাই তখন থেকে আমার গানের প্রতি শ্রদ্ধাবৃদ্ধি পায়। ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছি, গান করে মানুষের মনে জায়গা করে নেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। সেই থেকে গান কে ভালোবাসি এবং গান জীবনের অংশ হিসেবে নিয়েছি। এখন আমি আজিজুল থেকে ভাবুক আজিজ। আমি চাই গানের মাধ্যমে সবাই আমাকে আপন করে নিবে।
#আপন_ইসলাম