মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে দক্ষিণ পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদের ঈদুল ফিতরের নামাজ ও জুমার নামাজ অনুষ্ঠিত। (১৪ মে) শুক্রবার সকাল ৯ টায় ঈদুল ফিতরের জামাত ও দুপুর একটায় জুমার নামাজ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অনুষ্ঠিত হয়।
ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন, মাওলানা আব্দুল মালেক এসময় উপস্থিত ছিলেন ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো.রফিকুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলমানগন।
নামাজ শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহ এবং মহামারী করোনা ভাইরাস এর আক্রমণ রোধ এবং যারা করোনাভাইরাসে মৃত্যু বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় আল্লাহ পাকের দরবারে মোনাজাত প্রার্থনা।