শ্যামল বাংলা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির দিক নিদের্শনা ও উদ্দ্যোগে পাবনার সাঁথিয়া -উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাউড়ি গ্রামে গরীব অসহায়দের মাঝে উপহার হিসাবে চিনি সাবান সেমাই বিতরণ করা হয় । 13মে (বূহ:স্পতিবার ) শ্যামল বাংলা ফাউন্ডেশনের সাঁথিয়া থানা সভাপতি নিউজ টেন টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি শামীম আহমেদ
শ্যামল বাংলা ফাউন্ডেশন একটি সেবামুল প্রতিষ্ঠান । সদস্যগনের সার্বিক ও আর্থিক সহয়োগিতায় মুলত প্রতিষ্ঠানটি পরিচালিত হয় ও বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করা হয় ।
ঈদ সামগ্রী তুলে দিয়ে এসময়ে শ্যামল বাংলা ফাউন্ডেশনের আহবায়ক কমিটির আহবায়ক মাও আবদুল হামিদ মন্ডল বলেন আজ আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সৌজন্য ও সদস্যগণের সাহযোগিতিয় পুরান ধুলাউড়ি এলাকার মানুষের হাতে ঈদ সমগ্রী তুলে দিতে পেরে খুব ভাল লাগছে । এছাড়াও তিনি আরোও বলেন করোনা ভাইরাসের ফলে আমাদের জনজীবন কিছুটা হলেও স্থবির হয়েছে পড়েছে । লকডাউন সহ নানা কারণে বহু মানুষ কর্মের অভাবে আর্থিক ভাবে নানা সমস্যায় দিন যাপন করছেন। অর্থের অভাবে যে সমস্ত পরিবার কষ্টের মধ্যে দিন কাটাইতেছে এমন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান ।
শ্যামল বাংলা ফাউন্ডেশনের সাঁথিয়া থানা সভাপতি শামীম আহমেদ বলেন মাহে রোমজানের এই মূহুর্তে দরিদ্র অসহায়দের মাঝে ইদ সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয় । এমন কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে তিনি আশা পোষন করেন । করোনার থাবা আমাদের জনজীবনকে বিষন্ন করে তুলেছে তাই সরকারি স্বাস্থ্য বিধি পালন সহ সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাচল করতে হবে পাশাপাশি নিজে ও পরিবারের প্রতি সজাগ থাকার ব্যপারে সবার প্রতি তিনি আহবান জানান | কয়েক দিন পরে আসছে ঈদ | ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল হাসি ও আনন্দ | এ হাসি -আনন্দ প্রতিটি পরিবারের মাঝে চলমান থাকুক এমন আশা তিনি কামনা করেন| সবাইকে তিনি ঈদের শুভেচ্ছা জানান–ঈদ মোবারক |
এই সময়ে উপস্থিত মো মাও আব্দুল হামিদ (শিক্ষক)ধূলাউড়ি কাও : কামিল মাদ্রারাসা আকাশ সোহাগ, মো: হায়দার আলী সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
#আপন_ইসলাম