সবাইকে ঈদুল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন “দৈনিক মানব জমিন ” পত্রিকা সিরাজগঞ্জের কামারখন্দ প্রতিনিধি,দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং হাটিকুমরুল রোডস্থ উল্লাপাড়া-সলঙ্গা মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা, আপোষহীন সাংবাদিক এম,কারিকুল ইসলাম সুমন। ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি জানান,প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ তথা পুরো বিশ্ব।করোনা সার্বক্ষণিক ধারণা দিয়ে যাচ্ছে তার অজানা ধরন।সবার জন্য দোয়া,যেন নিজ নিজ সাধ্যের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব মুখর ভাবে কাটে সবার ঈদ আনন্দ। মিডিয়া সেন্টারের সকল সাংবাদিক,বিজ্ঞাপন দাতা,কলাকৌশলী,পাঠক, শুভান্যুধায়ী সহ জন্মভুমি হাটিকুমরুলের প্রতিটি নাগরিক এবং দেশবাসীকে জানিয়েছেন ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।আর এ ঈদুল ফিতরের আনন্দ ঘন মুহূর্তে দূর হয়ে যাক সকল অনৈক্য, মতবিরোধ ও বিভেদ।তবে এ বছরের ঈদ মহামারি ও জীবন হানীর মধ্যে ভিন্নভাবে এসেছে।তারপরও করোনা চ্যালেন্জ মোকাবিলার মধ্য দিয়েই সবাই বন্ধু–বান্ধব, পরিবার পরিজন আর আপনজনদের নিয়ে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন বলে প্রত্যাশা করছি।এছাড়া এ পর্যন্ত যারা করোনায় মারা গেছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।
#আপন_ইসলাম