যাত্রিবাহী বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আলামিন খলিফা (৩২) ও রাকিবুল হাসান রাহাত (৩৪) নামের দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলামিন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিলসোনাওঠা গ্রামের সাহেব আলী খলিফার পুত্র এবং রাহাত বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার মৃত আব্দুল মজিদ হাওলাদারের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, নিহত দুই পোশাক শ্রমিক চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটি কাটাতে বুধবার সকালে মাহেন্দ্রাযোগে তারা বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আশোকাঠি ব্রিজের ঢালে অজ্ঞাতনামা একটি বাসের সাথে যাত্রিবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় মাহেন্দ্রার আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
#আপন_ইসলাম