সিরাজগঞ্জের সলঙ্গায় লাল সবুজ সংস্থার উদ্যোগে করোনায় অভাবগ্রস্থ অসহায়,গরীব ও ছিন্ন মুল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। আজ বুধবার ( ১২ মে) বিকেলে সলঙ্গা বাজার সহ বিভিন্ন স্থানে এ বিতরণ কার্যক্রম শুরু করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন, যুব সমাজের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন “লাল সবুজ সংস্থা”র সভাপতি সনজিৎ কুমার শীল,সাধারন সম্পাদক ইনসাব আলী ( লিটন), সদস্য তারিকুল ইসলাম ( তারিফ), সজিব কুমার পোদ্দার,সুমন হায়দার, মারুফ হাসান ( মুন্না), কে এম শাওন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এই সময় ঈদ উপহার হিসেবে সেমাই,লাচ্ছা, চিনি, লবণ, চাউল, তেল, পোলার চাউল,ময়দা,ডাউল, পেয়াজ,মরিচ,আদা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি সনজিৎ কুমার শীল বলেন, লাল সবুজ সংস্থাটি সম্পুর্ণ মানব সেবামুলক একটি সংগঠন। আমরা সব সময় সলঙ্গা এলাকার অসহায়,দিনমজুর,বিপদগ্রস্থ,ছিন্নমুল মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। এ সময় সংগঠনের সাধারন সম্পাদক লিটন জানান, ২০১৯ হতে লাল সবুজ সংস্থা গরীব ও অসহায় মানুষের মাঝে কাজ করছে। এবারে করোনায় অভাবগ্রস্থ অসহায়,গরীব,ছিন্নমুল ৫০টি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে ধরছি। আশা করছি আগামীতে এই সংগঠন নিয়মিত ভাবে গরীব, অসহায়,দিনমজুর মানুষের পাশে থেকে কাজ করবে।
#আপন_ইসলাম