বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ-নলকা সিডিপির উদ্যোগে আজ মঙ্গলবার (১১ মে) সকাল ১১ টায় নলকা কার্যালয়ে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৬৭০ টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নলকা সিডিপির ম্যানেজার মি. রবীনসন মার্ডী এর সভাপতিত্বে কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১ লিটার তেল, ১কেজি লবণ, ৫০০ গ্রাম হুইল পাউডার, ২ টি লাইফবয় সাবান ও ৫০০গ্রাম চিনি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিডিপির সিডিসি সভাপতি বাহারুল ইসলাম, সিডিপির প্রোগ্রাম অফিসার মি. বাবু মন্ডল, ও কমিউনিটি একশন টিম ও সিডিপির ককর্মকর্তা বৃন্দ।
#আপন_ইসলাম