আজ সোমবার (১০ মে) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল -বগুড়া মহাসড়কে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে এক সড়ক দুর্ঘটনায় মোসাদ্দেক মন্ডল(৪৬) নামে একজন নিহত হয়েছেন। নিহত মোকাদ্দেস হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের গোনজের আলীর মন্ডলের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই আব্দুল্লাহেল কাফি জানান, বিকেলে সমবায় পাম্পে কাজ শেষ করে মোটর সাইকেল যোগে বাড়ি আসার পথে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।
#আপন_ইসলাম