পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনাকালীন সময়ে অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পাবনার ভাঙ্গুড়ার একটি অরাজনৈতিক সংগঠন “মানবিক ভাঙ্গুড়া”। সোমবার (১০মে) ভাঙ্গুড়ার এস আর পাড়া পুরাতন রেজিস্ট্রি অফিস মাঠে মানবিক ভাঙ্গুড়ার সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব মোঃ শুকুর আলীর (লন্ডনপ্রবাসী) সার্বিক সহযোগিতায় ভাঙ্গুড়ার অসহায়, দুস্থ ও কর্মহীন দের মাঝে জন প্রতি ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ লিটার তেল, ১ টি লাচ্চা, ১ টি খিল সেমাই, ১ টি সাবান ও নগদ ১০০ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবিক ভাঙ্গুড়ার সভাপতি মেহেদী হাসান মামুন, ত্রাণ বিষয়ক সম্পাদক সাব্বির রহমান, সহকারি ত্রাণ বিষয়ক সম্পাদক গুলাম নবি শুভ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার মাহমুদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ পান্না, সহ ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সহ পাঠাগার সম্পাদক পি এম সাব্বির আহমেদসহ উক্ত সংগঠনের বিভিন্ন কার্যনির্বাহী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মানবিক ভাঙ্গুড়া সংগঠনের সাধারণ সম্পাদক সজল আহমেদ পাভেল বলেন, গত বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। তিনি আরো বলেন এই করোনাকালীন সময় আমাদের মাধ্যমে আমাদের উপদেষ্টা সাহায্য করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি মানবিক ভাঙ্গুড়া এরকম মানবিক বিভিন্ন কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবিক ভাঙ্গুড়ার সাংগঠনিক সম্পাদক মোঃরাসেল শেখ।
#আপন_ইসলাম