বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুর বারোটারদিকে উপজেলা পরিষদের পুকুরে অন্যান্য দিনের মতো দলবেধে গোসল করতে যায় ফুল্লশ্রী ফকির বাড়ির ৮/১০জন শিশুর একটি দল। প্রচন্ড তাপদাহে ঘন্টাখানেক গোসল করে যে যার মতো সবাই বাড়ি চলে যায়। কালু ফকিরে ছেলে নবিনুর(১৩) বাড়ি না যাওয়ায় তাকে স্বজনেরা পুকুরের ঘাটলার নীচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নবিনুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম নিহত শিশুর বাড়ি গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। রবিবার বিকেলে শিশু নবিনুরের লাশ নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে। শিশু নবিনুরের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
#আপন_ইসলাম