প্রধানমন্ত্রীর পক্ষে সিরাজগঞ্জের তাড়াশে ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে সিরাজগঞ্জ -৩ আসনের এমপি পত্নী বিশিষ্ট চিকিৎসক ডা. হাফিজা সুলতানার উদ্দ্যোগে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ওই বিরতণ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ. তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইবুর রহমান রাজন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এস আলম, সাবেক প্রচার সম্পাদক আসাব আলী কিরন, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম আতিক প্রমুখ এ ছারা আরও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
#আপন_ইসলাম