খালের মধ্যে মটারের ছিড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে শাহিন বেপারী নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজুহার গ্রামে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। নিহত শাহিন বেপারী পার্শ্ববর্তী মুলাদী উপজেলার সাহেবেরহাট গ্রামের মৃত রশিদ বেপারির পুত্র।
গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, অন্যান্য শ্রমিকের সাথে সারাদিন চাষির জমি থেকে বোরো ধান কাটেন শাহিন। শুক্রবার বিকেল ছয়টার দিকে স্থানীয় খাল দিয়ে নৌকায় করে চাষির বাড়িতে ধান নেয়ার সময় পূর্ব বেজুহার গ্রামের খলিফা বাড়ির কাছে পৌঁছলে খালের মধ্যে জমে থাকা কচুরিপানায় নৌকা আটকে যায়। কচুরিপানা সরিয়ে দেয়ার জন্য শ্রমিক শাহিন খালের মধ্যে নামেন। এসময় স্থানীয় ব্লক সুপারভাইজার কালু সরদারের মটারের ছিড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে (শাহিন) মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
#আপন_ইসলাম