সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে জেলেদের মাঝে সরকারের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মুজিববর্ষে স্বাস্থ্য বিধি মেনে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় বিশেষ ভিজিএফ কর্মসুচির চাল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউপি কার্যালয় থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এলাকার ৪৫জন জেলেকে ৮০কেজি করে বিনামুল্যে চাল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার (ট্যাক অফিসার)মোঃ মনোয়ার হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাহহার সিদ্দিকী, মৎস্য অফিসের আব্দুল্লাহ আল মাহিদ, ইউপি সদস্য আঃ ছাত্তার, আঃ মতিন,গ্রাম পুলিশসহ এলাকার ব্যক্তিবর্গ।
#আপন_ইসলাম