ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমাল উদ্দীন(৩৫) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ৩জন অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে হরিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত আমাল উদ্দীন হরিপুর মাদ্রাসাপাড়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে ও তার নাতি মিম(১২), ফুলবাড়ী গুচ্ছ গ্রামের শাইসোদদ্দিন (৫৫) , নুরবানু(২৮) অসুস্থ হয়ে হরিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি ঘটেছে হরিপুর ফুলবাড়ী আদর্শ গুচ্ছ গ্রামের কৃষক আব্দুল রসিদের বাড়িতে। স্থানীয় সূত্রে জানাযায়, ৬মে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০মিনিটে ৪জন শ্রমিক কৃষক আঃ রসিদের বাড়িতে থ্রেসার মেশিন দিয়ে ইরিধান মারতে যায়, ধান মারা শেষে মেশিনে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার সময় বাড়ির বিদ্যুৎতের ঝুলন্ত লাইনের তার ছিড়ে থ্রেসার মেশিনের উপর পড়লে ঘটনাস্থলেই ১জন নিহত হন ও ৩ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে তাদের উদ্ধার করে হরিপুর হাসপাতালে ভর্তী করা হলে ডাঃ ১জনকে মৃত ঘোষণা করেন ও ৩জনকে হাসপাতালে ভর্তি করেন।
#আপন_ইসলাম