রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ার মন্ডতোষ ইউনিয়ন পরিষদের আওতায় ভি,জি,এফ আর্থিক সহায়তা বিতরণ

মো:আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ৫ মে, ২০২১, ৮:২৩ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া মন্ডতোষ ইউনিয়ন পরিষদের আওতায় ৯টি ওয়ার্ডের ১ হাজার ২১ জন ভিজিএফ কার্ডধারী সুফলভোগীর মধ্যে ভিজিএফ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। কার্ডপ্রতি ৪৫০ টাকা করে মঙ্গলবার (৪ মে) সকালে ৫২১ জনের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী মাষ্টার বোয়ালমারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজির হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। জানা গেছে, বুধবার সকালে বাকি ৫০০ টাকা করে ৫০০ জনের মধ্যে বিতরণ করা হয আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ২০২০-২০২১অর্থ বছরে এই ইউনিয়ন পরিষদের ভিজিএফ কার্ডধারীদের মধ্যে নগদ অর্থ কার্ড প্রতি ৪ ৫০ টাকা করে ৫২১ জন ও ৫০০ টাকা করে ৫০০ জনের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ পাওয়া যায়। সে লক্ষ্যে ৯টি ওয়ার্ডের ১ হাজার ২১ জনের ভিজিএফ কার্ডধারীদের মধ্যে মূল জাতীয় পরিচয় পত্র যাচাই পূর্বক উক্ত অর্থ শুধুমাত্র কার্ডধারীর হতেই তুলে দেওয়া হয়। ভিফিএফ এর নগদ অর্থ বিতরণে সুষ্ঠু ও স্বচ্চতা নিশ্চিত করার লক্ষ্যে সুফলভোগীদের সুবিধার কথা বিবেচনা করে দুই ব্যাপি সংশ্লিষ্ঠ ট্যাগ অফিসারদের উপস্থিতিতে জাতীয় পরিচয় পত্র যাচাই করে শুধুমাত্র সংশ্লিষ্ঠ কার্ডধারীর হাতেই ভিজিএফ এর নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাসনাত জাহান নটু। এবিষয়ে মোঃ আফছার আলী মাষ্টার বলেন,সরকারি সিধান্ত আনুযায়ি ট্যাগ অফিসার ,সুশীল সমাজের প্রতিনিধি গণমাধ্যম কর্মী ও ইউনিয়ন পরিষদের সচিব কর্মচারীদের আন্তরিক সহযোগিতার কারণে ভিজিএফএর নগদ অর্থ বিতরণ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর