শ্যালিকা নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দুলাভাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের। ঘটনাটি ঘটেছে বরিশালের আগেলঝাড়া উপজেলার পতিহার গ্রামে।
স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের জয়দেব মজুমদারের পুত্র গোপাল মজুমদারের সাথে কয়েক বছর পূর্বে পাশ্ববর্তি গৌরনদী উপজেলার সমরসিংহ গ্রামের এক দিনমজুরের মেয়ের বিয়ে হয়। গত কয়েক মাস পুর্বে গোপালের সাথে নবম শ্রেণী পড়ুয়া(১৪) শ্যালিকার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় স্ত্রীর ছোট বোন শ্যালিকাকে নিয়ে দুলাভাই গোপাল অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।
ওই ছাত্রীর মা জানান, রবিবার সকালে পার্শ্ববর্তী বাড়িতে যাওয়ার নাম করে তার মেয়ে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে জানা গেছে, তার কন্যা মেয়ে জামাতা গোপালের সাথে রয়েছে। তিনি আরও জানান, মেয়েকে ফিরিয়ে দিতে মেয়ে জামাতা গোপালকে অনুরোধ করা হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত তার কন্যাকে ফিরিয়ে দেয়া হয়নি। অপরদিকে গোপাল মজুমদারের পতিহার গ্রামের বাড়ীতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
#আপন_ইসলাম