পাবনা জেলার সাঁথিয়ার কৃষকেরা বাঙ্গি পরিচর্যায় বেশ ব্যস্ত সময় পার করছেন । সরজমীনে দেখা গেছে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে শত শত বিঘা বাঙ্গি খেতে কৃষকগণ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন । চারিদিকে মাঠে মাঠে শুধু বাঙ্গি কৃষকদের মনের আনন্দকে আরোও বেশি উতফলিত করেছেন । বাঙ্গি বাম্পার ফলনের কৃষকের মুখে হাসি বাঙ্গি জমি প্রস্তুত,পানির সেচ প্রদান , সার ও কীটনাশক স্পে, পরিচর্যা ও লোকবল নিয়ে জমিতে বাঙ্গিষ রোপন থেকে শুরু করে বাঙ্গি তুলা পর্যান্ত উৎপাদিন খরচ অনেক বেড়ে যায় । তার পরেও কৃষকেরা ভাল দামের আশায় বাঙ্গি আবাদ করেছেন । উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভদ্রবাটি গ্রামের আর্দশ কৃষক মোঃ মাজেম খান, মোঃ আজগার খান এবং মোঃ মোক্তার হোসেন জানান যে বাঙ্গি চাষ করতে আমদের যে পরিমান অর্থ খরচ হয় আমরা উৎপাদিত বাঙ্গি আবাদ করে সেই পরিমান অর্থ পাইনা তবে এ বছর মাহে রমজান উপলক্ষে বাঙ্গি ন্যায্য মুল্য পেয়ে আমরা আনান্দিত ।আমাদের বিশ্বাস যে আগামী বছর আরো বাঙ্গি চাষ বূদ্ধি পাবে।
#আপন_ইসলাম