পাবনার চাটমোহরে তানজিলা খাতুন(২২) নামের এক অন্তসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। শনিবার (১মে) দিবাগত গভীর রাতের কোনো একসময়ে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে ওই গৃহবধূর স্বামীর নিজ বাড়িতে এঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতল মর্গে প্রেরণ করেছে। তানজিলা গৌরিপুর গ্রামের মোমিনের দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রী ও ফজলুর রহমানের পুত্র বধূ।
এলাকাবাসি ও নিহতের পিতা আলম জানান, এক বছর পূর্বে তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের বাসিন্দা আলমের মেয়ের সাথে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের ফজলুর এর ২য় পুত্র মোমিনের সাথে দেড় লাখ টাকা যৌতুক দিয়ে পারিবারিক ভাবে বিবাহ হয়। অল্পদিনের মধ্যে মেয়ের পিতা সমূদয় যৌতুকের পাওনা পরিশোধ করে দেন। এর পরও মোমিন মাঝে মাঝে তার স্ত্রী তানজিলাকে চাপ দিতো বাবার বাড়ি থেকে টাকা আনতে। মাস দুই হলো ওই গৃহবধূর খাবার দাবারে অরুচি দেখা দেয় ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসায় সুস্থ্য হয়। তার স্বামী নিমাইচড়া গ্রামের এক মসজিদে ইমামতি করতেন এবং সেখানেই তিনি অবস্থান করত। গ্রামের বাড়িতে স্ত্রীর কাছে তিনি খুবই কম আসতেন। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন পর মোমিন গত শনিবার দিবাগত রাতে বাড়িতে আসে কিন্তু ওই দিনই রাতের কোনো এক সময় মোমিনের বিছানার পাশেই গৃহবধূ তানজিলা খাতুন মৃত্যুবরণ করেন।
নিহত গৃহবধূর পিতা আলম সাংবাদিকদের আরও জানান, তার জামাই মোমিনকে ঈদ পরবে নিয়ে গেলে ৫ হাজার টাকা দাবী করত তা দিতে না পারলে মেয়ের সাথে খারাপ আচারণ করত। তার মেয়ে সুস্থ ছিল বলেও দাবী করেন তিনি। নিহত তানজিলার চাচা মো. সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, এটা স্বাভাবিক মৃত্যু নয়।
নিহত তানজিলার স্বামী মোমিন বলেন, রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিলাম কিন্তু রাত একটার দিকে হঠাৎ স্ত্রী তানজিলা একটা ঝাঁকুনি দিল বলে মনে হলো। তার পর শেষ রাতে দিকে জানতে পেরেছি যে সে মৃত্যুবরণ করেছে।
নিহত গৃহবধূর বড় জা রিমা বলেন, তানজিলা দীর্ঘদন ধরে পেটের ব্যথায় ভুগতেছিলেন এবং দুই মাসের অন্তসত্ত্বা ছিলেন। সে কারণে ঠিক মত খেতে পারত না। তবে তার কোন চিকিৎসা পত্র দেখাতে পারেন নি তিনি।
এ বিষয়ে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, ঘটনাটি সর্ম্পকে তিনি জেনেছেন তবে কি কারণে তিনি মৃত্যুবরণ করেছেন তা তিনি অবগত নন।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি (তদন্ত) হাসান বাশির বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্ঘে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
#আপন_ইসলাম