ঘটনাটি ঘটেছে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের ইছামতি নদীতে। সে গনেশপুর গ্রামের রজব আলীর ছেলে ও স্থানীয় কৃষ্ণপুর স্কুলের নবম শ্রেণির ছাত্র।
শওকতের চাচা আবু হানিফ জানান, গতকাল বুধবার দুপুরে শওকত গরুর গোসল করিয়ে লুঙ্গি, গামছা নিয়ে ইছামতি নদীর ব্রিজের পাশে নিজে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সবাই তাকে খোঁজাখুজি করে। সে স্কুলছাত্র সহপাঠীদের সঙ্গে ব্রিজের ওপর থেকে লাফিয়ে পানিতে পড়া ও ডুব দিয়ে দূরে যাওয়া খেলে। এক পর্যায় ডুব খেলতে গিয়ে সে (শওকত) নিখোঁজ হয়।
তিনি আরও জানান, তাকে খুঁজে না পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা রাজশাহী ডুবুরী দলকে খবর দেন। ডুবুরী দল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার কাজ শুরু করে। এ খবর লেখা পর্যন্ত (বিকেল ৫টা) রাজশাহী থেকে আসা ডুবুরী দল নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করতে পারেনি।
রাজশাহী ডুবুরীর ট্রিম লিডার নুরুন্নবী জানান, ব্রিজের নিচের রড ও কচুরীর বড় শিকড়ের কারণে লাশ দেখা যাচ্ছে না। এদিকে স্কুলছাত্রর লাশের সন্ধানে শত শত মানুষ ইছামতি নদী পারে ভিড় করছে।
#CBALO/আপন ইসলাম