সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে নেওয়ারগাছা তাঁতীপাড়ায় বিভিন্ন পেশার ৩৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া উপহার সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, পৌর কাউন্সিলর সোহেল রানা প্রমুখ। জানা যায়, জাতীয় সংদস সদস্য তানভীর ইমাম এর দিকনির্দেশনায় কোভিড-১৯ সংক্রমণে তাঁত শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ভ্যান রিক্সা চালক, রবিদাস ও অন্যান্য ক্ষতিগ্রস্থ মোট ৩৫ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
#CBALO/আপন ইসলাম