পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এবারের প্রতিপাদ্য বিষয় ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’।মঙ্গলবার(২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোছা: হালিমা খানম জানান, করোনাকালে দুস্থ মা ও শিশুর পুষ্টি সহায়তা করার জন্য এবারের পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে সরকার এই উপজেলায় স্বাস্থ্য বিভাগকে সরকারি পক্ষ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।এ বিষয়টিকে অবগতি করে এরই মধ্যে এই কার্যক্রম বাস্তবায়নে কমিটির সভাপতির অনুমতি ক্রমে উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের স্ব-স্ব চেয়ারম্যান গণের সাথে ও কমিটির সংশ্লিষ্ঠ সদস্যদের মতামত গ্রহণ করা হয়েছে।তাদের মতামতের ভিত্তিতে তালিকা প্রস্তুত করে চলতি মাসের আগামী ২৯ এপ্রিল তারিখে উপজেলার ১শত ১৪ জন অসহায় দুস্থ মায়ের মধ্যে এই খাদ্য, পুষ্টি সহায়তা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান, ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলামসহ প্রমুখ ।
#CBALO/আপন ইসলাম