বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

চৌহালীতে ৮ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ  করলেন – আব্দুল মমিন মন্ডল এমপি

চৌহালী প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ

করোনা ভাইরাস(কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশে চলমান সাধারণ ছুটি ও লকডাউন ঘোষনা করায় স্থবির হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন ৷ ফলে কর্মজীবীরা  একদিকে যেমন হয়ে পড়েছে কর্মহীন অন্যদিকে তারা মূখোমূখি হচ্ছে খাদ্য সংকটে ৷ তাই এমন পরিস্থিতিতে কেউ যেনো খাদ্য সংকটে না পরে তা নিশ্চিত করতে মাহে রমজান উপলক্ষে  ঈদ সামগ্রী নিয়ে   আসছেন সিরাজগঞ্জ-৫ চৌহালী-বেলকুচি আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি ৷
সম্প্রতি রমজান মাসে রোজাদারদের খাদ্য চাহিদা পুরণ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া নিশ্চিত করনে সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা আওয়ামী লীগের  অঙ্গসংগঠনের  সকলকে জোরালো ভাবে নির্দেশনা দিয়েছেন  স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল ৷
মন্ডল গ্রুপের পক্ষ থেকে  চৌহালীতে চলমান ইফতার সামগ্রী বিতরণ কর্মযজ্ঞে ৮ হাজার পরিবারের মাঝে পৌছে দেয়া হচ্ছে এসব ইফতার সামগ্রী ৷
গত রবিবার দুপুরে  বাঘুটিয়া ইউপিতে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন এমপি মহোদর। পরে  উমারপুর ইউনিয়নের মাধ্যমে এ সব ইফতার সামগ্রী বিতরণ করা  হয় ৷ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত ৷ চৌহালীর বাঘুটিয়া, উমারপুর, খাষকাউলিয়া, খাষপুখুরিয়া, ঘোরজান,স্থল ও সদিয়াচাঁদপুর. ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবারের মধ্যে এ সামগ্রী তুলে দেন এমপি আব্দুল মমিন মন্ডল।
আলহাজ আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের আয়োজনে অন্যান্য বছরের মতো এবারও প্রায় সপ্তাহব্যাপী প্রতিটি ইউনিয়নে গিয়ে দুস্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেবেন তিনি।
জানা যায়, মন্ডল গ্রুপের চেয়ারম্যান ও প্রাক্তন এমপি প্রয়াত আলহাজ আব্দুল মজিদ মন্ডল দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র রোজাদার ও দুস্থদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ বছরও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এজন্য আগে থেকে প্রতিটি এলাকার প্রকৃত দুস্থদের নামের তালিকা করা হয়। সেই তালিকা অনুযায়ী রবিবার থেকে দুর্গম চরাঞ্চলের গ্রামে গ্রামে গিয়ে দুস্থদের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দিচ্ছেন তিনি।
এ সময় প্রতিটি পরিবারকে একটি বাক্সে চাল ৭ কেজি, পায়েসের চাল ১ কেজি, ২ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট খেজুর, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, লাচ্ছা সেমাই ২ প্যাকেট ও শরবতের জন্য একটি করে প্যাকেট দেয়া হয়।
মহামারি করোনায় এলাকার কর্মহীন হতদরিদ্র মানুষ এ সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ইফতার ও ঈদ সামগ্রী পেয়ে খাষকাউলিয়া গ্রামের মোহাম্মদ আলী ও হুরমুজ আলী,কোদালিয়ার মলি, আরশ জানান, পুরো রমজান মাসের ইফতার তৈরির সামগ্রী ও ঈদের জন্য লাচ্ছা সেমাই, পায়েসের চাল ও চিনি পেয়েছি। গত বছরও পেয়েছিলাম। এমপি’র মতো সব বিত্তশালীরা যদি সাহায্য করতো, তাহলে গরিবদের রোজা পালনে কষ্ট কমে যেত এবং  গরিবের ঈদ আরও আনন্দময় হতো। চৌহালী উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা এমপি মহোদর এর সাথে থেকে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন জানান, একজন মানবিক সংসদ সদস্য বা মানবিক নেতা হিসেবে আওয়ামীলীগের নেতা কর্মীরা চেনে ও জানে ৷ নির্বাচনী এলাকার মানুষের মাঝে তিনি বিশিষ্ঠ দানবীর হিসেবে পরিচিত ৷ মানুষের মাঝে তিনি  নিজস্ব অর্থায়নে শুধু ইফতার ও ঈদ সামগ্রী বিতরণই নয়, বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা, নগদ অর্থ ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্থানীয় এমপি আব্দুল মমিন মণ্ডল। আপনারা এমপি মহোদয়ের হাতকে আরও  শক্তিশালী করবেন এমন প্রত্যাশা করেন।
 চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার বলেন, একদিকে করোনা অন্যদিকে যমুনা নদীর ভাঙনে নিঃস্ব অসহায় মানুষগুলো ইফতার ও ঈদ সামগ্রী পেয়ে অনেক খুশি। চৌহালীর অসহায় কর্মহীন মানুষদের জন্য মন্ডল পরিবারই প্রথম নিজস্ব অর্থায়নে ব্যাপক পরিসরে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল আব্দুল মমিন মন্ডল জানান, আমার বাবা প্রাক্তন এমপি আব্দুল মজিদ মন্ডল অসহায় গরিব দুস্থদের জন্য সব সময় কাজ করেছেন। এখন আরও ব্যাপক পরিসরে এলাকার দুস্থ রোজাদারদের জন্য ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। যতদিন বেচে আছি অসহায় বঞ্চিত মানুষ ও এলাকার উন্নয়নে নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর