রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় মশায় অতিষ্ঠ শিশু ও বয়স্করা

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৫:২৪ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়ায় উপজেলায় মশায় উপদ্রব্য অতিষ্ঠ হয়ে পড়েছে শিশু থেকে বয়স্করা। ঘরে বাইরে সব খানেই একই অবস্থা। কয়েল স্প্রে ও মশারী ব্যবহার করেও মশার আক্রমন থেকে রক্ষা পাচ্ছে না মানুষ। তবে মশা নিধনে নেই কোনো কার্যকর ভূমিকা। ডোবা ও লেগগুলো ময়লায় আর আর্বজনায় পরিপূর্ন হয়ে থাকায় নদ খালের পানিতে অদিমাত্রায় দূষনের কারনে মশার উপদ্রব্য বেড়ে গেছে। আর এপচা পানির কারনে মশার যন্ত্রানা বেশি বলে জানা গেছে।

সরজমিনে ঘুরে দেখা গেছে, আটঘরিয়া পৌরসভা, দেবোত্তর, একদন্ত, লক্ষীপুর, চাঁদভা, মাজপাড়া ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ মশার অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে পচা পানির কারনে মশার উৎপাতটা বেশি। উপজেলার প্রায় সকল মানুষ মশার জালায় এখন নির্ঘম রাত কাটাচ্ছে। কথা হয় উপজেলার বাসীন্দা আব্দুর রাজ্জাকের সাথে তিনি বলেন, আগের আমাদের এলাকাতে এতো মশা ছিলো না। এই অভিশাপ্ত পচা পানি আসার পর থেকে মশার উপদ্রব্য বাড়তে থাকে।

পৌর সভার স্থানীয়দের সাথে কথা বলেন জানা গেছে, কয়েল জালিয়ে, ধূপ পুড়িয়ে অ্যারোসল স্প্রে কিংবা মশার মাড়ার বৈদ্যুতিক ব্যাট ব্যবহার কওে মশার যন্ত্রনা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। এবিষয়ে একেবারেই নির্বিকার জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ। নোংরা ড্রেন ও জলাশয় গুলো পরিস্কার করা হচ্ছে না বলে অভিযাগ ।

 

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর