রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় অসহায় কর্মহীন মানুষের পাশে জেলা যুবলীগের নেতৃবৃন্দ

মোঃ মেহেদী হাসান ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৪:৩০ অপরাহ্ণ

দেশব্যাপী করোনাকালীন লকডাউন চলার জন্য অনেক দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সকল কর্মহীন পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাবনা জেলা যুবলীগ। পৌর এলাকার গরীব-দুস্থ অসহায় প্রায় এক হাজার পরিবারের নারী ও পুরুষ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাবনা জেলা যুবলীগের নেতাকর্মীরা। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে শহরের জেলা স্কুল মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায়ে রেখে আনুষ্ঠানিক ভাবে এই খাদ্য সামগ্রী কর্মহীনদের হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা শিবলী সাদিক, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা প্রবীন সাংবাদিক আব্দুল মতিন খান, জেলা মটর মালিক গ্রুপের সাধারন সম্পাক আবুল এহসান রিয়ন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, সদস্য ফাইমুল কবির শান্ত, ওসমান গনিখান, সদস্য শাকিল খান, আসিফ ইকবাল জনি, আব্দুল্লাহ আল মামুনসহ জেলা যুবলীগ পৌর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি ভাবে লকডাউন এর জন্য কর্মহীন অসহায় পরিবারে মাঝে ত্রাণ কার্যক্রম ইতমধ্যে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কেন্ত্রী যুবলীগের নির্দেশনায় জেলা পর্যায়ের করোনাকালীন লকডাউন এর জন্য কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামসগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। গত বছরের ন্যায় এবারও পৌর এলাকার ১৫ টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নে কর্মহীনদের তালিকা করে ঈদের আগের দিন পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর