টাঙ্গাইলের মধুপুরের পিরোজপুরের পলাইটেকিতে একটি আবাসিক মিটার মেইন খুটি থেকে অন্য খুটিতে সরানোর সময় অকালে ঝরে গেল এক কিশোরের প্রাণ।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে খুটির উপর থেকে মিটারের ড্রফতার কেটে মাটিতে ফেলে দিলে, সেই তার জড়িয়ে ঘটনাস্থলেই কাঠমিস্ত্রী আলাউদ্দিনের ছেলে তুহিন (১৫) নামের ঐ কিশোরের মৃত্যু ঘটে। তুহিন পিরোজপুর ইয়াকুব ইয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেনীতে অধ্যয়নরত ছিল।
পড়াশোনার পাশাপাশি বাবার কাঠমিস্ত্রি ও কৃষি কাজে সহযোগিতা করতো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ১২ টার সময় একটি আবাসিক মিটার ৯৯২-৫৬৮৫ মেইন খুঁটি থেকে অন্য খুটিতে সরানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিনের মৃত্যু ঘটে।
#CBALO/আপন ইসলাম