সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর ব্যক্তিগত উদ্যোগে গরীর অসহায় ১শ পরিবারের মাঝে এাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা এগারােটায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এাণ সামগ্রী বিতরণ করেন ৷এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা , সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান , উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ প্রমুখ। এছাড়া জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি হয়ে ১শ পরিবারের মাঝে কীট বক্স, পুষ্টি সমৃদ্ধ চাউলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম