টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নে দুয়াজানী গ্রামের ইউনিয়ন তফসিল অফিসের পাশের ভবনে (যাদব বাবুর বাড়ি তথা বাঘের দালান) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২শত বছরের পুরাতন ভবনে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এলাকাবাসীর সহায়তায় নাগরপুর ও টাঙ্গাইলের ফায়ার সার্ভিস প্রায় ২ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনার খবর শুনে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে নাগরপুর থানা পুলিশ । অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
ইউপি সদস্য মো. নুরুল ইসলাম নুরু বলেন, ঐ ভবনের নিচ তলায় ভূমিহীন এক পরিবার বসবাস করতেন। কিন্তু ভবনটির দ্বিতীয় তলায় কোন মানুষের বসবাস ছিলো না। তবে সেখানে স্থানীয় রাজমিস্ত্রী নুরুর পরিবার জ্বালানি কাঠ ও সেন্টারিং এর মালামাল সংর¶ণ করে আসছিল। তাদের ধারণা নেশাগ্রস্তরা নেশা করার সময় এ ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে নাগরপুর থানা পুলিশের এসআই শ্রীজীব বলেন, তদন্ত চলমান, তদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারন ও জড়িত থাকলে তাদের নাম বলা যাবে। তবে জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা ধারনা করছি শর্ট সার্কিটের কারনে অগ্নিসংযোগ হতে পারে। ভবনটিতে ধাতু পদার্থ ও দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন পুরোপুরি নেভাতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে।
#CBALO/আপন ইসলাম