খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বেসরকারি টিভি চ্যানেল আরটিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি শরিফুল ইসলাম আসাদ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
আহত শরীফুল ইসলাম আসাদ বলেন, দুপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে মোটারসাইকেলে করে মানিকছড়ি থেকে খাগড়াছড়ি ফিরছিলেন তিনি। পথে মানিকছড়ি এলাকা পার হলে সড়কে হঠাৎ একটা ছাগল উঠে আসে। সেটিকে বাঁচানোর জন্য ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থেকে পড়ে গিয়ে আহত হন।