রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় সারাক্ষণ ভনভন নছিমন-করিমন

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৫:০৬ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলায় পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে উপজেলার বিভিন্ন রুটে লাইসেন্স বিহীন নছিম ও করিমনের দৌরাক্ত দিনদিন বেড়েই চলেছে। ক্রুটিযুক্ত ইঞ্জিন, অনভিজ্ঞ চালক এবং সর্বপরি ধারন ক্ষমতার চেয়ে তিনগুন বেশি যাত্রী বহন করার ফলে একদিকে যেমন ছোট বড় দূর্ঘটনার জান মালের ক্ষতি হচ্ছে তেমনি ইঞ্জিনের মৌমাছির মত ভনভন শব্দে ও কালো ধোঁয়ার কারণে উপজেলার পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির সম্মুখিন হয়েছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন রুটে প্রায় ৫শতাধিকেরও বেশি নছিমন করিমন চলাচল করছে। লাইসেন্সবিহীন এসব নছিমন ও করিমনের সংখ্যা দিনদিন বেড়েই চলছে।

আটঘরিয়া উপজেলার মানুষের কাছে এসকল যানবাহন খুবই পরিচিতি লাভ করেছে। কয়েক বছর যাবৎ স্থানীয় ভাবেই তৈরি এসকল যানবাহনের কদর বেড়েছে। স্থানীয় মটর ওয়ার্কশপে শ্যালো মেশিনের ইঞ্জিনের মাধ্যমে টিন কেটে তৈরি করা হচ্ছে নছিমন এবং ভ্যান গাড়ীর সাথে শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে তৈরি করা হচ্ছে করিমন। এসকল নছিমন করিমন মানুষ যে কোন স্থানে দ্রুত পৌছানোর কাজে ব্যবহার করছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, এসকল যানবাহনের চালকেরা বয়সে কিশোর। এসব কিশোর চালক যান্ত্রিক ত্রুটি সম্পর্কে অজ্ঞ। এদের কোনো কারিগড়ি জ্ঞান নেই। নেই ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কোন বৈধ কাগজপত্র। বেকার যুবকেররা এসকল যানবাহনের চালক। একধরণের অর্থলোভী ব্যক্তি অর্থের লোভে এগুলো তৈরি করে রাস্তায় ছাড়ছে চুক্তির বিনিময়ে। অর্থের লোভে অতিরিক্ত যাত্রী বোঝাই করে প্রতিদিনই দূর্ঘটনার পতিত হচ্ছে এসকল যানবাহন। এসকল যানবাহনের চালকেরা শতকরা ২০ভাগ পায়। অবশিষ্ট টাকা মালিক ও এক শ্রেনীর কর্মকর্তা ভোগ করে থাকেন।

উপার্জনকৃত অথের্র কিছু অংশ প্রশাসনের লোকজনকে না দিলে যানবাহন আটক করে হয়রানি করা হয়। এনিয়ে প্রায়ই সংঘর্ষ হয়। এদিকে অল্প পয়সা কম সময়ে সাধারন মানুষ দ্রুত যাতাযাত করতে পারছে এসকল নছিমন ও করিমনে। ফলে আটঘরিয়া উপজেলা সহ পাবনা জেলার সাধারন মানুষ গরুর গাড়ী বাস ও সাধারন রিকসা ভ্যান পরিহার করে অজপাড়া গাঁয়ে এসকল ঝুঁকিপূর্ন যানবাহনে চলাচল করছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর