মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

ভাংগুড়ায় গরু চুরি, খামারিদের মাঝে আতঙ্ক

মো:আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ণ

পাবনার ভাংগুড়ায় এক রাতে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। সোমবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার টলটলিয়া পাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, পার-ভাংগুড়া , টলটলিয়া পাড়া, পাথর ঘাটা,রাঙ্গালিয়া,পাটুলীপাড়া, দিয়ার পাড়াসহ আশপাশের এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই সব এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক হাজার।  সোমবার ভোর ৫ টার দিকে টলটলিয়া পাড়া এলাকার মৃত আজহার আলীর ছেলে মাহাতাব হোসেনের ঘরের থেকে ২টি গরু, চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে ভাংগুড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়, তাদের সহযোগিতায় অচেতন অবস্হায় একটি ষাঁর গরু পাওয়া যায়,কিন্তু একটি গাভী পাওয়া যায়নি যাহার আনুমানিক মুল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা।

এ বিষয়ে ভাংগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, চুরি হওয়া ২টি গরুর মধ্যে একটি গরু পাওয়া যায় আর একটি গরু উদ্ধার ও চোর দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওইসব এলাকায় পুলিশের পাহাড়া বাড়িয়ে দেয়া হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর