রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ৯০০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ উদ্ধোধন

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ৯০০জন ক্ষুদ্র ও প্রার্ন্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ২০ এপ্রিল সকালে সামাজিক দৃরত্ব বজায় রেখে বিনামূল্যে সার বীজ বিতরণ উদ্ধোধন করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মোছা: ফুয়ারা খাতুন।

আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক আয়োজিত খরিপ-১/২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের ফসলের বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রোখশানা কামরুনাহার। এসময় উপজেলা চত্তরে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসান কর্মকর্তা নুরে আলম সিদ্দিক প্রমূখ।

উপজেলা কৃৃষি কর্মকর্তা রোখশানা কামরুনাহার জানান, আটঘরিয়া পৌর সভায় ১৩০জন, মাজপাড়া ইউনিয়নে ১১০ জন, চাঁদভা ইউনিয়নে ১৬০জন, দেবোত্তর ইউনিয়নে ১১০ জন, একদন্ত ইউনিয়নে ১৯০ জন, এবং লক্ষীপুর ইউনয়নে ২০০জন করে উপজেলায় মোট ৯০০ জন কৃষকের মাঝে বীজ ৪৫০০ কেজি, ডিএপি সার ১৮০০০ কেজি, এমওপি সার ৯০০০ কেজি বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষকের প্রাপ্ত উপকরণ হলো- বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি এমওপি সার ১ কেজি করে বিতরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর