পাবনা জেলার অন্যতম হাট সাঁথিয়ার রসুলপুর-বনগ্রাম হাট এখন নিলাম ব্যবসায়ীদের টার্গেট। কোটি টাকার বাণিজ্য করার জন্য উক্ত সিন্ডিকেট কাউকে টেন্ডারে অংশ নিতে দিচ্ছে না। এর সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু দুর্বৃত্ত জড়িত বলে অনুসন্ধানে জানা গেছে।
জানা গেছে,গত বছর সাঁথিয়া উপজেলার বনগ্রাম রসুলপুর হাট টেন্ডার নিলামে ডাক হয় ১ কোটি ১৩ লাখ টাকা। এবার সেই একই হাট নিলামে ডাক হয়েছে মাত্র ৩০ লাখ টাকা। সরকার নির্ধারিত মূল্য যেখানে ১ কোটি ৫ লাখ সেখানে ৪ দফা টেন্ডার আহ্বান করার পর সর্বোচ্চ মূল্য উঠেছে মাত্র ৩০ লাখ টাকা। কেন, কি কারণে,এই মূল্য হ্রাস তা অনুসন্ধান করতে যেয়ে দেখা গেল প্রথম দফায় ৪টি সিডিউল বিক্রি হয়। নিলাম বা টেন্ডার ডাক মূল্য ওঠে মাত্র ৩০ লাখ টাকা।
সরকার নিধারিত মূল্য বা গত বছরের টেন্ডার মূল্যের চেয়ে এবং সরকার নির্ধারিত মূল্য না হওয়ায় পরপর তিন দফা টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু কোন এক রহস্যজনক কারণে কেউ আর টেন্ডারে অংশ গ্রহণ করেনি। সরকারি বিধান মোতাবেক যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে হাট-ঘাট-জলা’র নিলাম মূল্য কম হয় তা হলে ‘খাস কালেকসান’ করে সরকারি তহবিলে অর্থ (রাজস্ব) জমা করার।
এ ব্যাপারে ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিনচুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি হাট নিলাম সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই।’ তবে বনগ্রাম-রসুলপুরের বেশিরভাগ মানুষ তার দিকেই অভিযোগের আঙুল তুলছেন। রসুলপুরের ব্যবসায়ী আব্দুল আজিজ এবং রহমত আলী বললেন, অনুসন্ধান করলেই সরকার আবিস্কার করতে পারবে কে বা কারা সরকারি রজস্ব নিয়ে তামাশা করছে। তারা আরও বলেন, দাপটশালী একটি সিন্ডিকেট এই হাট নিলামের সঙ্গে জড়িত।
#CBALO/আপন ইসলাম