সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিপাতের সুত্রপাত হয়ে গরু সহ নজরুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে বাড়ির মালিক নুরুল ইসলাম। আজ সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে সলঙ্গা থানার ফেউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গরুর ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে ২ টি গরু সহ নজরুলের মৃত্যু, ২ টি টিনের ঘর ও মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। গরুর ঘরে অগ্নিদগ্ধ হয়ে গরু মারা যাবার দৃশ্য দেখে গরুর মালিক নুরুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (২৮) ঘরে ঢুকে বাকীসব গরু আনতে গিয়ে আর বের হতে না পারায় সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতক্ষনে ২ টি ঘর, প্রয়োজনীয় জিনিস পত্র সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।