সিরাজগন্জের সলঙ্গা থানা সদর সহ বিভিন্ন হাট বাজারের দোকান পাটে কঠোর লকডাউন মেনে চলতে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে থানার অন্যান্য কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় সর্বক্ষণ শ্রম দিয়ে যাচ্ছেন। জরুরী কাজ ছাড়া কোন অবস্থাতেই যেন বাইরে বের না হয় সে জন্য তারা দিবারাত্রি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া দ্বিতীয় ধাপে প্রাণঘাতী করোনা দেশে চরম ভাবে বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন মোকাবেলায় সলঙ্গা থানা পুলিশ সর্বদা ভুমিকা রেখেই চলেছেন। আজ শনিবার (১৭ এপ্রিল) সলঙ্গা থানা সদর সহ থানার ৬ টি ইউনিয়নের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে লকডাউন কার্যকর করতে পুলিশ কঠোর ভুমিকা পালন করেছেন।
#CBALO/আপন ইসলাম