রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় রমরমা সুদের ব্যবসা, নেই প্রতিকার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৪:০২ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়াসহ আশে-পাশের উপজেলায় বিভিন্ন সমিতির নামে চলছে রমরমা সুদের ব্যবসা। এ সমিতির খপ্পরে পড়ে নিরীহ মানুষ হচ্ছে সর্বসান্ত। ভাঙ্গুড়া উপজেলা পৌর সদরসহ ইউনিয়নের গ্রাাম-গঞ্জে চলছে রমরমা সুদের ব্যবসা। দেখভাল দায়িত্ব কার, এর প্রতিকার নেই বললেই চলে।

খোঁজ নিয়ে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরসহ উপজেলার দহপাড়া,বোয়াইলমারী,নূরনগর,অষ্টমনিষা,শিংগারি,ছোট বিশাকোল,বড় বিশাকোল, রুপসি বাজার সমিতির মাধ্যমে এ সুদের ব্যবসা বেশি চলছে। নামে-বেনামে গড়ে উঠা এ সমিতি গুলো চড়া দরে সুদ গ্রহণ করে। পরে কিস্তি হিসেবে সুদ গ্রহণ করার চেয়ে বেশি টাকা দেয়া সত্বেও টাকা পরিশোধ হয় না। এ নিয়ে এলাকায় গ্রাম্য সালিশি বৈঠক বসার মাধ্যমে সুদ গ্রহণ কারিদের ¯¦র্ণালংকার, গরু-ছাগল, ঘরের টিন বিক্রি করে সুদ গ্রহণ কারিদের টাকা পরিশোধ করতে হয় বলেও জানাগেছে। অপরদিকে সুদের টাকা পরিশোধ করতে না পারলে তাদের বিভিন্ন সময় লাঞ্চিত, মারপিট ও মামলার হুমকি দিয়ে থাকে। এমন কি তাদের ভয়ে অনেকে পালিয়ে বেড়ায়। এতে ¯^ীকার হয় দিন আনে দিন খায় এমন পরিবারের লোকজন।

উপজেলার অষ্টমনিষায় নাম প্রকাশ না করার শর্তে এক সুদের টাকা গ্রহণ কারি বলেন, জনৈক এক সুদখোরের কাছ থেকে প্রতি মাসে হাজারে ২০০ টাকা সুদসহ ৩০ হাজার টাকা নিয়েছিলেন। তাকে প্রতি মাসে ৪০ হাজার টাকা সুদ ৬ হাজার টাকা পরিশোধ করতে হতো। পরে ৬ মাসে সে ৩৬ হাজার টাকা সুদসহ প্রায় ৫৬ হাজার টাকা পরিশোধ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে আরেক সুদের টাকা গ্রহণ কারি বলেন, একটি সমিতি থেকে ১০ হাজার টাকা সুদ নিয়েছিলাম, কিন্তু এক বছরের মধ্যে ১৫ হাজার ৩’শ টাকা দেয়ার পরে আজও টাকা শোধ হয়নি। এ উপজেলায় প্রায় ৫০০ বেশি ছোট বড় নামে বেনামে সমিতি রয়েছে।
সমিতি সূত্রে জানা গেছে, এ সমিতি গুলোর সদস্য প্রতি সপ্তাহে দুই দিন অর্থাৎ হাটবারে, আবার মাসিক ভাবে নির্দিষ্ট পরিমান টাকা কিস্তি হিসেবে সমিতিতে জমা করে। ওই জমাকৃত টাকা সাধারন মানুষের মধ্যে চড়া সুদে বিতরণ করা হয়।

এ ব্যাপারে অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নুল হক বলেন, ছোট ছোট সমিতির নামে গরিব নিরীহ মানুষকে বেশি দরে সুদ দিয়ে থাকে এলাকার প্রভাবশালী কিছু লোকজন ও ছোট বড় নামে বেনামে সমিতি। এর খপ্পরে পড়ে কিছু নিরীহ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। সরকারি ভাবে এর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান বলেন, অবৈধ ভাবে সমিতির মাধ্যমে সুদের ব্যবসা ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। সুদের টাকার মাধ্যমের মানুষকে হয়রানি করা হচ্ছে এ ধরণের অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর