রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

বাড়ী বিক্রয়ের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে উধাও প্রতারক মাজেদ

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ১০:০৩ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার পার্শবতী ফৈলজানা গ্রামের প্রতারক মাসুদ ওরফে মাজেদ বাড়ী বিক্রয়ের লোভ দেখিয়ে প্রায় দশ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও। এঘটনায় ভূক্তভোগী লোকমান হোসেন বাদী হয়ে সহকারি পুলিশ সুপার চাটমোহর সার্কেল বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, প্রায় ৫মাস পূর্বে চাটমোহর উপজেলা ফৈলজানা গ্রামের মৃত-রইচ উদ্দিন ছেলে মাসুদ মাজেদ ১৬.৫০ শতাংশ জমি সহ একটি বাড়ী ১১ লাখ টাকা বিক্রয়ের ঘোষনা দেন। এতে একই গ্রামের আব্দুস সাত্তার আলী ছেলে সহজ সরল লোকমান হোসেন উক্ত জমি সহ বাড়ী ক্রয় করিতে রাজি হয়ে ৪ লাখ টাকা বায়নামা করেন। বাড়ী টাকা লোকমান হোসেন জমি রেজিস্ট্রির সময় দেবে বলে উভয়ে রাজী হয়। পরবর্তীতে জমি রেজিস্ট্রি দিনধার্য ঠিক হলে জমির মালিক মাসুদ ওরফে মাজেদ বাকী ৭ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা এবং ১ লাখ টাকার চাটমোহর কৃষি ব্যাংক শাখার একটি ফাঁকা চেক প্রতারনা করে লিখে নেয়।

প্রতারক মাসুদ ওরফে মাজেদ জমি রেজিস্ট্রি সম্পন্ন না করে টাকা ও চেক নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রতারক মাসুদ ওরফে মাজেদ জমি সহ বাড়ী রেজিস্ট্রি করে দিবে না মর্মে নানান তালবাহানা করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে।

এঘটনায় লোকমান হোসেন বাদী হয়ে ২৫/০৩/ ২০২১ইং তারিখে সহকারি পুলিশ সুপার চাটমোহর সার্কেল বরাবর সুবিচার চেয়ে মাসুদ ওরফে মাজেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বিষয়টি তদন্তের জন্য শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইপি)কে তদন্তের নিদের্শ দেন। শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফৈলজানা ইউনিয়নের চেয়ারম্যান হানিফ এর সভাপতিত্বে গত ৮/৪/২০২১ ইং তারিখে ফৈলজানা উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার স্থানীয় ইউপি সদস্য সহ শতশত লোকজনকে নিয়ে একটি সালিশী বৈঠকে বসেন। শালিস বৈঠকে সর্ব সম্মতিক্রমে ভূক্তভোগী লোকমান হোসেনকে ঐবাড়ীতে বসবাসের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। বর্তমানে লোকমান হোসেন ঐবাড়ীতে বসবাস করিতেছেন।

লোকমান হোসেন বলেন, মাজেদ এলাকায় জমি সহ বাড়ী ১১ লাখ টাকা বিক্রির ঘোষনা দিলে আমি তাতে রাজী হয়ে উক্ত জমি ও বাড়ী ক্রয়ের জন্য গত ০৯/০৭/২০২০ ইং তারিখে নগদ ৪ লাখ টাকা বায়নামা করি। ৮/৮/২০২০ইং তারিখে ১ লাখ টাকা, ১৫/৮/২০২০ ইং তারিখে ১ লাখ ৫০ হাজার টাকা, এবং ২১/৮/২০২০ ইং তারিখে ১ লাখ টাকা সর্ব মোট ৭ লাখ ৫০ হাজার টাকা দেই। শালিস বৈঠকে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহবুব আলী, ইউপি সদস্য হারান আলী, ইউপি সদস্য মাসুদ, মহিলা ইউপি সদস্য মাবিয়া সহ এছাড়া এলাকার প্রধানগণ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর