করোনায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিন গতকাল বৃহ:বার ফাঁকা ছিল সলঙ্গার হাটিকুমরুল রোড গোল চত্বর। সরকার ঘোষিত কঠোর লকডাউনে গত ২ দিন ধরে অনেকটাই ফাঁকা হয়ে গেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ রোড। মহাড়কের পার্শ্বরাস্তায় কিছু রিকশা, ভ্যান, আর মহাসড়কে ভাড়াটিয়া মোটর সাইকেল এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া পণ্যবাহী ট্রাক আর লকডাউনের আওতাবহির্ভুত কিছু পরিবহন চলছে। হাটিকুমরুল রোড গোল চত্বর সহ হাটিকুমরুল হাইওয়ে পুলিশের আওতাভুক্ত মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থানে কঠোর অবস্থানে দেখা গেছে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যদের। আবার হাটিকুমরুল রোড গোলচত্বরে বাঁশের বেরিকেট দিয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও করা হচ্ছে এ সব যানবাহনে। চেকপোস্টে লকডাউনে বের হওয়ার প্রয়োজনীয় কাগজপত্র থাকলে যেতে দিচ্ছে, আর কাগজ পত্র/ মুভমেন্ট পাশ না থাকলে উল্টো ফিরিয়ে দিতে দেখা গেছে কিছু কিছু যানবাহনকে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই জাহিদ জানান, একদিকে কঠোর লকডাউন ঘোষণা অন্যদিকে শুরু হয়েছে মাহে রমজান। তাই বৃহ:বার রাস্তায় গাড়ি ছিল খুবই কম। শুধুমাত্র কিছু পণ্যবাহী গাড়ি আর ব্যক্তিগত কিছু গাড়ি চলাচল করছে। তাই কঠোর লকডাউন মেনে চলতে আমরা পুলিশ সদস্যরা সর্বদা দায়িত্ব পালন করছি।
#CBALO/আপন ইসলাম