সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লকডাউনের প্রথম দিনে উল্লাপাড়া মডেল থানা পুলিশের মহড়া ও মাস্ক বিতরণ করেছেন উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস। করোনার দ্বিতীয় ঢেউ যখন সারাদেশে মহামারি আকার ধারণ করেছেন। ঠিক সেই সময় সরকার ৭ দিনের ফের লকডাউন ঘোষণা দিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার সময় উল্লাপাড়া পৌর শহরে বিভিন্ন স্থানে পুলিশ বাহিনী নিয়ে মহড়া দেন। এ সময় যাদের মুখে মাস্ক ছিলোনা তাদেরকে মাস্ক পরিয়ে দেন। করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি হ্যান্ড মাইকিং দিয়ে স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য কঠোর হুশিয়ারী দেন।
#CBALO/আপন ইসলাম