সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি করেছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক। তিনি ১৩ মার্চ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। ঐ অভিযোগে আব্দুল হক বলেছেন, নবনির্বাচিত তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি গঠনে কোন নিয়ম-কানুনই মানছেন না এবং মনগড়া কমিটি করা হচ্ছে। অভিযোগে আরোও বলা হয়েছে, নবনির্বাচিত তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কয়েক দিন ধরে অসুস্থ হয়ে এনায়েতপুরের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকলেও তড়িঘড়ি করে কমিটি পাশ করার পাঁয়তারা করা হচ্ছে। আর যাচাই-বাচাই ছাড়া এভাবে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কমিটি পাশ করা হলে দলের অনেক ক্ষতি হবে। বোবাইল ফোন বন্ধ থাকার কারণে এ বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচি সাধারণ সম্পাদকের মতামত নেয়া সম্ভব হয়নি।
#CBALO/আপন ইসলাম