বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ

তাড়াশ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দোবিলা ইসলামপুর সিনিয়র আলীম মাদ্রাসার ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে একটি প্রভাবশালী মহল সরকারি ৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ উঠেছে। ঐ এলাকার সাংবাদিক আব্দুস সালাম এ ঘটনার প্রতিকার চেয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ, গত ২০১৮-২০১৯ ই অর্থ বছরে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দোবিলা ইসলামপুর সিনিয়র আলীম মাদ্রাসার ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে একটি প্রভাবশালী মহল সরকারি এলজিএসপি-৩ পিবিজি এর ৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করে। এ ঘটনা স্থানীয় প্রশাসনের কাছে বার বার জানিয়েও কোন প্রতিকার না পাওয়ায় ঐ এলাকার সাংবাদিক আব্দুস সালাম তদন্তসহ দোষিদের বিরুদ্ধে আইনগত প্রতিকারের দাবিতে ১১ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর এ অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক ও সিরাজগঞ্জের জেলা প্রশাসককের নিকটও পাঠিয়েছেন। আব্দুস সালাম তাড়াশ-সিরাজগঞ্জ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর