সাঁথিয়া মাদারবাড়িয়া গোরস্হান–আলোকদিয়ার সড়কের নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরদার সড়ক। এই সড়কের নাম ফলক উন্মোচন করেছেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
বীর মুক্তিযোদ্ধাদের নামে প্রতিটি উপজেলা ও শহরের সড়কের নামকরণ করার জন্য বর্তমান সরকারের সিদ্ধান্তনুসারে সড়কের নামকরণ শুরু হয়েছে। এর আগে সিএন্ডবি থেকে সাঁথিয়া পর্যন্ত সড়কের নামকরণ করা হয় ‘বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু সড়ক’।
একটি সূত্রে জানা গেছে সড়কটির নামকরণ নিয়ে একটি মহল ধ্রু¤্রজাল সৃষ্টি করার অপচেষ্টা করছে। সাঁথিয়া উপজেলাধীন সড়কের নাম সাঁথিয়া উপজেলার মুক্তিযোদ্ধার নামে হবে এটাই স্বাভাবিক এবং যুক্তিযুক্ত এমন মন্তব্য করেছেন সাঁথিয়ার বীর মুক্তিযোদ্ধাগণ।
উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল উদ্দিন জানান, যেহেতু এটি সরকারি আদেশ বা সিদ্ধান্ত তাই বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হচ্ছে।
এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, সড়কের নামকরণের বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সাঁথিয়া উপজেলা কমান্ডের দেওয়া সিদ্ধান্ত উপজেলা পরিষদ বাস্তবায়ন করছে।
#CBALO/আপন ইসলাম