সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, বিভিন্ন সড়ক ও স্থাপনা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের সরকারি নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা মোতবেক উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সাঁথিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও তিনবারের উপজেলা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের নামে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের নামকরণ করা হয়েছে।
দুর্বৃত্ত কর্তৃক নামফলক চুরি হয় মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত বলে তিনি মনে করেন। সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ লতিফ, রেজাউল করিম,আফতাব উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কেেরন। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম জানান, তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
#CBALO/আপন ইসলাম