রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধার নামে সড়কের নামফলক চুরি !

সাঁথিয়া (পাবনা)  প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১১:০৯ পূর্বাহ্ণ

পাবনার সাঁথিয়ায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডারের নামে সড়কের নামফলক স্থাপনের পর রাতেই চুরি করেছে  দৃর্বৃত্তরা।এ ঘটনায় এলাকায় মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, সাঁথিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের নামে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের নামকরণ সম্বলিত নামফলকটি শুক্রবার বিকেলে সাঁথিয়ার মাধপুর বাস্ট্যান্ডে স্থাপন করা হয়। শুক্রবার দিবাগত রাতেই কে বা কারা নামফলকটি সরিয়ে নিয়ে গেছে।

সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, বিভিন্ন সড়ক ও স্থাপনা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের সরকারি নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা মোতবেক উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সাঁথিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও তিনবারের উপজেলা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের নামে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের নামকরণ করা হয়েছে।

দুর্বৃত্ত কর্তৃক নামফলক চুরি হয়  মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত বলে তিনি মনে করেন। সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ লতিফ, রেজাউল করিম,আফতাব উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কেেরন। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম জানান, তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর