ঠাকুরগাঁওয়ের হরিপুরে সেচ পাম্পে বৈদ্যুতিক শক্ লেগে মসলিম উদ্দীন(৫৫) নামে এক ১ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের তোররা নয়াবস্তি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মুসলিম উদ্দীন। মেম্বার রায়হান ও স্থানীয় সুত্রে জানা যায়, নিজ ধান ক্ষেতে পানি নেওয়ার জন্য পাশ্ববর্তী গ্রামের মনির উদ্দিনের পাম্পে যায় মুসলিম । শনিবার সকালে স্বামী মসলিম বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী নুরজাহান পাম্পের ঘরে গিয়ে দেখতে পায়, মসলিমের দেহ মাটিতে পড়ে আছে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে লাশ উদ্ধার করে। হরিপুর থানার অফিসার ইনচার্জ আওঙ্গজেব ঘটনার সত্যতা স্বীকার বলেন এ ব্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম