পাবনায় সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (৩২) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল শনিবার ১০ এপ্রিল পৌনে চারটার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের ফলিয়ার তালেব মাস্টারের বাড়ীর সামনে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষের এঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেনর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রবিউল ইসলাম আরটিআর (পাবনা-ল ১১-৮৩১৩) মোটরসাইকেল নিয়ে পাবনা যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংর্ঘের সৃষ্টি হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। মোটরসাইকেল চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে পাবনা সদর থানায় নিয়ে যায়।
#CBALO/আপন ইসলাম